E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু, গ্রেফতার ২

২০১৬ সেপ্টেম্বর ১৯ ১৬:৪৪:৫০
মান্দায় অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত রাত ১১টায় নওগাঁর মান্দায় অনুমোদনহীন একটি ক্লিনিকে সিজারিয়ানের সময় অপারেশন থিয়েটারের টেবিলেই নার্গিস আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। উপজেলার চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়স্ত্রণসহ ক্লিনিকের নার্স সালমা সুলতানা ও আয়া নাজনীনকে গ্রেফতার ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত প্রসূতি নার্গিসের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহতের স্বজনরা জানান, সিজারিয়ানের জন্য রবিবার বিকেলে নার্গিসকে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই কর্তব্যরত চিকিৎসক ও তার দুই সহযোগীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম সটকে পড়েন। ক্লিনিকের সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একটি কক্ষে আটক করে রাখা হয়।

আটক সেবিকা সালমা সুলতানা জানান, রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারোয়ার আলম স্বরূপ নার্গিসের অপারেশন করেন। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থা সংকটাপন্ন হলে তাকে অপারেশন টেবিলেই ফেলে রেখে ডাক্তারসহ অন্যরা পালিয়ে যান। সেখানেই নার্গিসের মৃত্যু হয়। তিনি আরো জানান, নাচোল উপজেলার সাহাপুর গ্রামের আবুল বাশারের ছেলে জামিউল হকের মাধ্যমে ডাক্তার সারোয়ার আলম স্বরূপকে ডেকে নেয়া হয়েছিল। তবে, এ অপারেশনে এ্যানেস্থেসিয়ান কে ছিলেন সেবিকা সালমা তা জানাতে পারনে নি।

পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল জননী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার মজিবুর রহমান ও স্থানীয় একাধিক সূত্র জানান, জামিউল হক জননী ক্লিনিকে পারটাইম কাজ করেন। এছাড়া ডাক্তার সারোয়ারের সহযোগী হিসেবেও কাজ করেন তিনি। আগে জামিউল হক একটি ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভের কাজ করতো। এখন সে বিভিন্ন ক্লিনিকে অপারেশনের জন্য ডাক্তার বন্দোবস্তের দালালী করে থাকে। চিকিৎসা বিষয়ে জামিউলের কোনো সনদ রয়েছে কিনা এবিষয়ে তিনি কিছুই জানাতে পারেন নি।

এদিকে সংবাদ পেয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদ উজ জামান ও মেডিক্যাল অফিসার ফজলে রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অ্যানেস্থেসিয়াজনিত ক্রটি ও অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সেবিকা ও আয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এনআইএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test