E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিহত ৫ জঙ্গির মরদেহ জুরাইন কবরস্থানে দাফন

২০১৬ সেপ্টেম্বর ২২ ১৮:২৬:২৯
নিহত ৫ জঙ্গির মরদেহ জুরাইন কবরস্থানে দাফন

স্টাফ রিপোর্টার : গুলশান ‘হলি আর্টিজান’ রেস্টুরেন্ট হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গি ও এক সন্দেহভাজনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হয়।

পাঁচ জঙ্গি হলো- নিবরাস ইসলাম, রোহান ইমতিয়াজ, শফিকুল ইসলাম উজ্জ্বল, মীর এ হায়াৎ কবীর ও খায়রুল ইসলাম পায়েল। সন্দেহভাজন একজন হলেন রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদার।

আন্ত:বাহিনী অধিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে গুলশান হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবীরের কাছে ছয়টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় তিন পুলিশ এবং আঞ্জুমানে মফিদুল ইসলামের ৯জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে ১ জুলাই রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ নিহত হয়। পরে যৌথ অভিযানে পাঁচ জঙ্গিসহ সন্দেহভাজন একজন নিহত হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test