E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটির অসন্তোষ

২০১৪ জুন ১১ ১৯:১৭:৩৪
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটির অসন্তোষ


স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ১৮টি প্রকল্পের বাস্তবায়ন কাজ ধীরগতিতে হওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। পাটমন্ত্রী ও স্বয়ং প্রধানমন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুত থাকার পরও কিভাবে প্রকল্পগুলোর কাজ এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এনিয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

বুধবার জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার ও মো. আব্দুল মজিদ খান অংশ নেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বিগত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং বস্ত্র ও পাটমন্ত্রী মোট ২৩টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরমধ্যে ১০টি প্রতিশ্রুতি এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো আংশিক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রক্রিয়ায় রয়েছে। চলমান প্রকল্পগুলোর মধ্যে ১৮টি প্রকল্প রয়েছে। কমিটি প্রকল্পগুলোর কাজে তৎপরতা বৃদ্ধি এবং যথাসময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করার তাগিদ দিয়েছে।


(ওএস/এটিআর/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test