E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগর সীমান্তে  ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ফেরত

২০১৬ সেপ্টেম্বর ২৩ ১৮:৫৬:০১
শ্যামনগর সীমান্তে  ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ফেরত

সাতক্ষীরা প্রতিনিধি : দেড় মাস আটক রাখার পর দুইটি মাছ ধরা ট্রলারসহ চার জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেদের আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা জেলেরা হলেন, পিরোজপুর জেলার লালমিয়া, বাগেরহাটের লিয়াকত আলী, কক্সবাজারের জামাল উদ্দিন ও আয়াতলল্লাহ।

বাংলাদেশের পক্ষে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন তাদের গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, রিভারাইন বিজিবির লে. কমান্ডার তানভীর হোসেন ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম।

অপরদিকে, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, শমসেরনগর বিএসএফ ক্যাম্পের এসি গ্রীশ চন্দ্র সেন।
নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মামুন জানান, চার জেলে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে চারটি ট্রলারযোগে মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরার সময় দুটি ট্রলার বিকল হয়ে পড়ায় তারা ¯্রােতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জল সীমানায় ঢুকে পড়ে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাদের আটক করে। শান্তিপূর্ন আলোচনার মধ্যমে প্রায় দেড় মাস পর তাদের ফেরত আনা সম্ভব হলো।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test