E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

২০১৬ সেপ্টেম্বর ২৭ ১৬:৩৫:৪৬
বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসন কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চ,ু হোটেল-মোটেল মালিক সমিতির সেক্রেটারী মোঃ সিরাজুল ইসলামসহ সরকারী বেসরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাহাড়ী বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ এবং পর্যটন সংশ্লিষ্টরা অংশ নেয়।

সন্ধ্যায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এএফআই/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test