E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত

২০১৪ এপ্রিল ০৯ ১২:৩৬:২১
রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট বুধবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে।

ধর্মঘটের সমর্থনে সকাল ৯টায় ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে বিক্ষোভ মিছিল ও পরিচালকের কার্যালয় ঘেরাও করে।

ধর্মঘটের কারণে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের রংপুর সভাপতি ডা: রিজু আহম্মেদ বিপ্লব জানান, দুর্বৃত্তদের গ্রেফতার ও লুট করা মালামাল উদ্ধার না করা পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রবিবার বিকেলে দুর্বৃত্তরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত ডা: মিলন ইন্টার্ন ডক্টরস হোস্টেলের দোতলায় ১৫নং কক্ষে প্রবেশ করে। এ সময় তারা দুই ইন্টার্ন ডা: আবু বক্কর ছিদ্দিক ও ডা: রেজওয়ানুল হককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মারপিট করে টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা ওইদিন রাত থেকে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

এ ঘটনায় মঙ্গলবার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।

(এইচআর/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test