E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের

২০১৬ সেপ্টেম্বর ২৯ ১৪:৩৪:৪৫
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের

টাঙ্গাইল প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তি করার অভিযোগ এনে টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীকে আসামী করা হয়। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন আওয়ামী লীগের এই নেতা।

মামলার বাদি এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক বিএনপি নেতার ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসুবকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। একই সাথে তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়েও কটাক্ষ করেছেন। এ কারণে ইরাদ আদম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন তিনি।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম মামলা আমলে নিয়ে তা এফআইআর করতে নির্দেশ দেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে চৌধুরী ইরান আহমেদ তার ফেসবুক পেইজে স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুউক্তি ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয় বলে বন্তব্য করেন।

(এমএনইউ/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test