E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় মা বাবার পাশেই চির নিদ্রায় শায়িত হান্নান শাহ

২০১৬ সেপ্টেম্বর ৩০ ১৭:৩৫:১৪
কাপাসিয়ায় মা বাবার পাশেই চির নিদ্রায় শায়িত হান্নান শাহ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সাবেক পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু সাঈদ মতিউল হান্নান শাহ্ কাপাসিয়ায় ২য় দফা জানাজা শেষে তার জন্মস্থান কাপাসিয়ার ঘাঘটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে চির শায়িত হয়েছেন। এর আগে সকাল সাড়ে দশটায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যায়ে প্রথম ও বিকেল তিনটায় ঘাঘটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২য় দফা যানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে হান্নান শাহ্‘র যানাজায় দল মত নির্বিশেষে কাপাসিয়ার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় বিশাল মাঠ যানাজা শুরু হওয়ার আগেই কানায় কানাায় ভরে যায়। সকালে গাজীপুরের যানাজা শেষে কফিন বাহী একটি এ্যাম্বুলেন্সে হান্নান শাহ‘র লাশ কাপাসিয়ার উদ্দেশে রওনা হয়।

এ সময় এ্যাম্বুলেন্স এর সামনে পিছনে ছিল হাজার নেতা কর্মীদের কালো পতাকাবাহী গাড়ীর বহর। সকাল ১০টার কিছু পর হান্নান শাহ্’র লাশ কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করলে এক হৃদয় বিদাড়ক দৃশ্যের অবতারনা হয়।

গাজীপুর থেকে কাপাসিয়া হয়ে গ্রামের বাড়ি ঘাগটিয়া চালা পর্যন্ত রাস্তার দু‘পাশে প্রিয় নেতাকে গভীর ভাবে শ্রদ্ধা জানানোর জন্য কাপাসিয়ার বিভিন্ন স্থানে কালো পতাকা উড়তে দেখা যায়। ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-মনোহরদী সড়কের দু’পাশে কালো পতাকা টানিয়ে রাখা হয়। কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, মনোহরদী, শিবপুর, পলাশ, পাকুন্দিয়া, গফরগাও বেলাব সহ আশপাশের জেলা উপজেলারসর্ব স্তারের মানুষ যানাজায় অংশ নেন।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। কাপাসিয়া পাইলটের প্রথম যানাজা নামাজে ইমামতি করেন কাপাসিয়া কেন্দ্রীয় জমে মসজিদের ইমান হাফেজ মো: মাহমুদুল হাসান মারুফ। ঘাঘটিয়া চালা স্কুল মাঠে ২য় যানাজা নামাজে ইমামতি করেন মাওলানা ফারুক হোসেন।

প্রিয় নেতাকে শেষবারের মতো একটু দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ও সর্বস্তরের সাধারণ মানুষ যানাজায় শরিক হয়।

হান্নান শাহ’র যানাজায় অংশ নেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,বাংলাদেশ কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, বিএনপির ভাইস চেয়ারম্যান শাজাহান খান, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবু,সেলিমুজ্জামান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে:কর্নেল(অব:) জয়নুল আবেদীন, কেন্দ্রীয নিবার্হী সদস্য নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি আবুল হোসেন, সহ দফÍর সম্পাদক মো:বেলাল আহাম্মেদ, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা সানাউল হক নীরু,গাজীপুর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন, সহ সম্পাদক মো: আনায়ার হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এড রেজাউর রহমান লস্কর মিঠু, হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান, শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।

পারিবারিক সুত্রে জানানো হয় আগামী শনিবার ঢাকার ডিও এইচ এস জামে মসজিদে এবং শুক্রবার বাদ জু‘মা ঘাঘটিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

(এসকেডি/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test