E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিতাকে খুনের ঘটনায় কন্যাদের সংবাদ সম্মেলন

২০১৬ অক্টোবর ০১ ১৪:৩৬:০৬
পিতাকে খুনের ঘটনায় কন্যাদের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি : মায়ের পরকীয়ার জের ধরে পিতা খুনের ঘটনার ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে শনিবার মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করেছে নিহত আরোজ আলীর কন্যা তাসলিমা খাতুন।সংবাদ সম্মেলনে তাসলিমা খাতুন লিখিত বক্তব্য পাঠ করে। এ সংবাদ সম্মেলনে তাসলিমা অভিযোগ করে যে,তার মা রোজিনা খাতুন মাগুরার শ্রীপুর উপজেলার  রায়নগর গ্রামের সাইফুল ,মন্টু এবং সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের বেল্লালের সাথে দীর্ঘদিন যাবত পরকীয়ায় লিপ্ত ছিলেন।

এমনকি নাবালিকা তাসলিমা ও নূপুর নামের দু’কন্যাকে পিতা আরোজ আলীর কাছে ফেলে রেখে বাড়ি থেকে বের হয়ে যেয়ে মা রোজিনা ইতিপূর্বে বেল্লালের সাথে বিয়ে করে প্রায় দেড় বছর ধরে ঘর সংসার করে।দু’নাবালিকা কন্যার ভবিষ্যত চিন্তা করে পিতা আরোজ আলী অনেক চেষ্টা করে রোজিনা খাতুনকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন।তারপরও মা রোজিনা খাতুন বেল্লাল মন্টু ও সাইফুল নামের তিন জনের সাথে সুকৌশলে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যান।এ সব নিয়ে মা রোজিনার সাথে পিতা আরোজ আলীর প্রায়ই ঝগড়া বিবাদ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে মা রোজিনা পরকীয়া প্রেমিকদের সাথে নিয়ে গত ২০১৫ সালের ২৩ জুলাই দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আরোজ আলীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশের নদীতে ফেলে দেয়। কন্যা তাসলিমা খাতুন ঘটনার রাতে পিতার পাশের কক্ষে থাকার সুযোগে এ খুনের ঘটনা দেখে ফেলে।পরদিন ২৪ জুলাই সকালে পুলিশ লাশ উদ্ধার ও রোজিনাকে গ্রেফতার করে। পরে আসামী সাইফুল ও বেল্লালকেও পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোজিনা, সাইফুল ও বেল্লাল এ খুনের ঘটনা সম্পর্কে ম্যাজিষ্টেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।পুলিশ তদন্ত শেষে এসব আসামীদেও বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে।ইতিমধ্যে জামিনে যেয়ে আসামী বেল্লাল, লিটন ও তাদের সহযোগী টিক্কা এ মামলার অন্যতম স্বাক্ষী কন্যা তাসলিমা ও আরোজ আলীর বোন মেরিনা খাতুনকে অপহরণ ও খুন গুমের হুমকি দিয়ে নানা চক্তান্ত করছে।এমনকি মোটরসাইকেলে জোরপূর্বক তাসলিমাকে তুলে নেওয়ার জন্য টানা হেচড়াও করেছে।ফলে পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছে । নিহত আরোজ আলীর মা আশুরা বেগম ,বোন মেরিনা খাতুন ও অপর কন্যা নূপুর খাতুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test