E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সূবর্ণচরে শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন

২০১৬ অক্টোবর ০১ ১৬:৪৪:২১
সূবর্ণচরে শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : চাকুরি সরকারি করন ও দুর্নীতিবাজ শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন করে সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন (দক্ষিণ) অবস্থিত দক্ষিণ চরজিয়া উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ ৯ বৎসর বিনা বেতনে চাকুরীরত শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি।

শনিবার বেলা ১১ টায় উক্ত স্কুল সংলগ্ন নতুন বাজারে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সজল চন্দ্র দাস, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, আকলিমা বেগম ও বিদ্যালয় ম্যানিজিং কমিটি ও এলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন ২০০৭ সালে যোগাযোগ বিছিন্ন অবেহেলিত, সুবিদা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে স্থানিয় কয়েকজন শিক্ষানুরাগি কোমল মতি শিশু-কিশোরের মাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে “দক্ষিন চরজিয়া উদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” স্থাপন করেন। মাত্র দুইজন শিক্ষক ও সুবিধা বঞ্চিত অসহায় ৯৫ জন কোমলমতি শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। গত ২০১২ সালে স্থানিয় ইউপি চেয়ারম্যানের অনুরোধে প্রয়াত চেয়ারম্যান মূরহুম “ছিদ্দিক চেয়ারম্যান বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” নামকরণ করা হয় এবং উক্ত স্কুলের নামে ৫২ শতাংশ ভূমি ক্রয় করে ৩ শ অধিক ছাত্র-ছাত্রী নিয়ে ৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং ২১ জনের ম্যানেজিং কমিটি করে পরিচালিত হচ্ছিল। পড়ালেখার মান উন্নয়ন কথা বিবেচনা করে একই বছরে স্থানিয় সংসদ সদস্য উক্ত বিদ্যালয়টিকে জাতিয়করনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর একটি ডিও লেটার পাঠান। ২০০৯ সালের প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী মান উন্নয়ন লক্ষে ১ হাজার ৫ শত প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মানের নির্দেশ অনুযায়ী ২০১১- ২০১২ অর্থ বছরে উক্ত বিদ্যালয়ের ভূমিতে একটি ভবন নির্মাণ করা হয় এবং বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয়।

চর জিয়া উদ্দিন (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়। হঠাৎ নাম পরিবর্তন করায় ক্ষুব্ধ হয় এলাবাসি। পরে উপজেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শ ক্রমে ঐ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী নিয়ে নতুন ভবনে পুনরায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গত দুই মাস আগে অন্য এটি স্কুল থেকে মোঃ ফারুক নামে একজন সরকারি শিক্ষককে বদলি করে স্কুলে আনা হয়। নিয়োগের পরপরি ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, নিয়মিত স্কুলে না আসা, ম্যানেজিং কমিটির সিধান্ত না মানা সহ উঠে নানা অভিযোগ সেই সাথে বিদ্যালয়টি সরকারি করন হলেও দীর্ঘ নয় বছর বিনা বেতনে চাকুরী করা শিক্ষক-শিক্ষিকাদের চাকুরী সরকারি করন না হওয়ায় চাকুরি সরকারিকরণ ও দুর্নীতিবাজ শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন করে শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি।

সরজমিনে গিয়ে দেখা যায়, বদলি হয়ে আসা শিক্ষক মোঃ ফারুক বিদ্যালয়ে তালা দিয়ে অনত্র চলে যান এবং শনিবার সকাল ১০ টার সময় অজ্ঞাত এক ব্যক্তি পাঠিয়ে চার দিনের ছুটি ঘোষণা করেন। বিদ্যালয়টিতে দেখা য়ায়, বারান্দায় ক্লাস নিচ্ছেন মানবন্ধনে উপস্থিত হওয়া শিক্ষকরা।

এ ব্যাপারে সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টা আমি শুনেছি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তারা অতি সত্বর ঐ দুর্নীতিবাজ শিক্ষকের বদলি, চাকুরী সরকারি করণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য ও জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

(আইইউএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test