E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৪৭ পুজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

২০১৬ অক্টোবর ০৫ ১৪:৩৭:০৯
গৌরীপুরে ৪৭ পুজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভার ৪৭টি পুজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন চলছে মৃৎশিল্পীদের রং এর কাজ। রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাহারী তোরণ, আলোক সজ্জা ও মণ্ডপের সাজ সজ্জায় ব্যস্ত এখন প্রতিটি মণ্ডপের পুজারীরা।

প্রতিটি মণ্ডপে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র সরকার। পুজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছেন।

সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর জানান, পৌরসভায় ১৩টি, ১নং মইলাকান্দা ইউনিয়নে ৫টি, ২নং গৌরীপুর ইউনিয়নে ২টি, ৩নং অচিন্তপুর ইউনিয়নে ৪টি, ৪নং মাওহা ইউনিয়নে ৩টি, ৫নং সহনাটী ইউনিয়নে ১টি, ৬নং বোকাইনগর ইউনিয়নে ৪টি, ৭নং রামগোপালপুর ইউনিয়নে ৪টি, ৮নং ডৌহাখলা ইউনিয়নে ৯টি ও ১০নং সিধলা ইউনিয়নে ২টি পূজামন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। পৌর শহরের পুর্বদাপুনিয়া মৃৎশিল্পী অমল চন্দ্র সরকার ও পুজারী বিকাশ চন্দ্র দাস প্রতিমা রঙ করার ব্যস্ত সময় পার করছেন। সভাপতি সুধন চন্দ্র দাস জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ও প্রতিবেশীদের মাঝে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ছে।

পুজা মণ্ডপগুলো হচ্ছে পৌর শহরের মাস্টারপাড়া, বাগানবাড়ি, সরকারপাড়া, কালীখলা, স্টেশন রোড, মধ্যবাজার, পাল মন্দির, হরিজন পল্লী, বালুয়াঘাট ঋষিপাড়া, দূর্গাবাড়ি, চকপাড়া, পাছারকান্দা, পূর্বদাপুনিয়া, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি, মোদকপট্টি একতা সংঘ, রেলওয়ে মাঠ এসো পূজা করি, স্টেশন রোড নব জাগরণ, পশ্চিম মইলাকান্দা একতা সংঘ, গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া, পূর্বশালিহর, অচিন্তপুর ইউনিয়নে শিংড়াউন্দ কালীবাড়ি, পূর্বশিংড়াউন্দ, ষোলপাই, মাওহা ইউনিয়নের গোয়ালাকান্দি, বীরআহম্মদপুর, ধেরুয়া কড়েহা, সহনাটী ইউনিয়নে শাহাবাজপুর, বোকাইনগর ইউনিয়নে কাশিমপুর ডাক্তারবাড়ি, দারিয়াপুর অনিল বিশ্বশর্মার বাড়ি, দারিয়াপুর, রামজীবনপুর রতন মাস্টারের বাড়ি, রামগোপালপুর ইউনিয়নের রাজবাড়ি, ধুরুয়া মিশ্র বাড়ি, ভবানীপুর ঋষিপাড়া, রাজভবানীপুর ঋষিপাড়া, ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া, ভূইয়া বাড়ি, পানাটী বর্মনপাড়া, রামপুর সরকারবাড়ি, দেবাশ্রম ক্ষিরোদকান্ত ভট্টাচার্যের বাড়ি, ডৌহাখলা নারায়ন বাবুর বাড়ি, সিংজানী উমেশ ভৌমিকের বাড়ি, পানাটি মিস্ত্রীপাড়া সন্তস সরকার বাড়ি, সিংধলা ইউনিয়নের মনাটি পশ্চিমপাড়া ও হাসানপুর তরুন উন্নয়ন সমিতি পুজা মন্ডপ।

(এসআইএম/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test