E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিপণ না পেলে অপহৃতদের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেওয়ার হুমকি

২০১৬ অক্টোবর ০৫ ১৮:৪৪:০২
মুক্তিপণ না পেলে অপহৃতদের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেওয়ার হুমকি

সাতক্ষীরা প্রতিনিধি : মাথাপিছু ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে দু’ নৌকাসহ সুন্দরবনে কর্মরত চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু ন’মিয়া বাহিনীর সদস্যরা।  মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষীর রেঞ্জের চালতেবাড়িয়া খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়। সাত দিনের মধ্যে দাবিকৃত টাকা নির্ধারিত বিকাশ নম্বরে ম্যাসেজ আকারে না দিলে অপহৃতদের হাত পা ভেঙে রায়মঙ্গল নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অপহৃত চার জেলের মধ্যে মুন্সিগঞ্জের দবির গাজীর ছেলে তরিকুল ইসলাম (৪৩) ও মুন্সীগঞ্জ গ্রামীণ ফোনের টাওয়ার সংলগ্ন এলাকার ছদর আলীর ছেলে কুববত আলী (৪১) । অপর দু’জনের পরিচয় মেলেনি।

বুধবার সকালে সুন্দরবন থেকে ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আটিরপর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে জুলফিকার মল্লিক জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে তিনিসহ আট জন চারটি নৌকার পাশ (অনুমতি) নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। মাছ ধরা শেষে মঙ্গলবার সন্ধ্যায় তারা চালতেবাড়িয়া খাল এলাকায় নোঙর করে নৌকায় অবস্থান করছিলেন। এ সময় একটি ট্রলার যোগে সশস্ত্র ২০/২৫জন বনদস্যু নিজেদের ন’মিয়া বাহিনীর সদস্য পরিচয়ে তাদের নৌকাগুলি ঘিরে ফেলে।

এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে দু’টি নৌকা থেকে কুবরত আলী ও তরিকুলসহ চারজনকে তাদের ট্রলারে তুলে নেয়। এক্ইসাথে তারা ওই জেলেদের ব্যবহৃত দু’টি নৌকা নিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে তারা সাতদিনের মধ্যে মুক্তিপণ বাবদ এক লাখ ২০ হাজার টাকা একটি নিদ্দিষ্ট বিকাশ নম্বরে ম্যাসেজ আকারে পাঠিয়ে দেওয়ার কখা বলে যায়। এর ব্যত্তয় হলে বা প্রশাসনকে জানালে অপহৃতদের হাত- পা ভেঙে রায়মঙ্গল নদীতে ফেলে হত্যা করার হুমকি দেওয়া হয়। বুধবার সকালে বাড়ি ফিরে তিনি বিষয়টি অপহৃতদের স্বজন ও কদমতলা স্টেশন কর্মকর্তাকে জানিয়েছেন।

কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে খুব শীঘ্রই অপহৃতদের উদ্ধারে পুলিশ, বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালাবে বলে দাবি করেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বিকেল পর্যন্ত অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।#

(আরকে/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test