E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে 'চিনি ও নারিকেল' বিতরণ

২০১৬ অক্টোবর ০৬ ১৫:৩৪:৪৪
নওগাঁয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে 'চিনি ও নারিকেল' বিতরণ

নওগাঁ প্রতিনিধি : শারদীয় দুর্গা পূজোর আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের কালিতলা পুলিশ ফাঁড়ি চত্বরে সনাতন ধর্মাবলম্বী শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ‘পূজা সামগ্রী’ (নারিকেল ও চিনি) বিতরণ করলেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

প্রত্যেককে এক জোড়া করে নারিকেল ও এক কেজি করে চিনি দেয়া হয়। নিম্ন আয়ের মানুষগুলো পূজোর সময় নারিকেল আর চিনি পেয়ে তারা বেজায় খুশি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মুহাম্মদ রাশিদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মহসীন, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চিত্তরঞ্জন সাহা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ওসি ডিবি জাকিরুল ইসলাম, ডিআইও-১ মোসলেম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম খান, টিএসআই মঞ্জুরুল আলম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এই মহতী উদ্যোগকে জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাধুবাদ জানিয়েছেন।

(বিএম/পি/অক্টোবর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test