E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বদলগাছীতে তিন লাখ তাল বীজ রোপনের উদ্ধোধন

২০১৬ অক্টোবর ০৬ ১৫:৪৭:২২
নওগাঁর বদলগাছীতে তিন লাখ তাল বীজ রোপনের উদ্ধোধন

নওগাঁ প্রতিনিধি : বৃহষ্পতিবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলায় খরা ও তাপ মোকাবিলায় মেঘ-বৃষ্টি আকর্ষণকারী তিন লাখ তালবীজ রোপনের উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বদলগাছী উপজেলা প্রশাসন কর্মসূচির আয়োজন করে। উপজেলার বদলগাছী-মাতাজী রোডে এসব তালবীজ রোপন করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকতের সভাপতিত্বে অনুিষ্ঠিত সভায় অন্যান্যোর মধ্যে রাজশাহী বিএমডিএর তত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা, নওগাঁ রিজিয়ন-১ বিএমডিএ নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক চৌধুরী, বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। রোপন কার্য়ক্রমে অংশ গ্রহণ করেন উপজেলার দুই সহস্রাধিক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের মানুষ।

(বিএম/পি/অক্টোবর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test