E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছেন সুরথ চদ্র দে

২০১৬ অক্টোবর ০৮ ১৮:২১:৫৮
দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছেন সুরথ চদ্র দে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষা আলো ছড়িয়ে চলেছেন ৮৪ বছর বয়সের জ্যেষ্ঠ নাগরিক শিক্ষক সুরথ চন্দ্র দে। তিনি দুর্গাপুর পৌরশহরের ১ নং ওয়ার্ডের সাধুপাড়া গ্রামের বাসিন্দা। বয়সের ভারে ন্যূয়ে পড়া শিক্ষক চশমা ছাড়াই চালিয়ে যাচ্ছেন শিশুদের পড়ানো থেকে সকল দৈনন্দিন কাজ। স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়ে নিয়ে তার সংসার। ছেলে মেয়েদের বিয়েও দিয়েছেন তিনি। তারা তাদের মত জীবন যাপন করছেন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত বিধু ভূষন দে শিক্ষক ছিলেন। তাকে অনুসরণ করেই তার শিক্ষকতা। তিনি এম,কে,সি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৭ম শ্রেনী পর্যন্ত পড়াশুনার সুযোগ পেয়েছিলেন ১৯৫০ সনে ভারত উপমহাদেশের অসমে চলে যাওয়ায় আর লেখাপড়া হয় নি। তিনি ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রী পড়ান। এখনও তার বেশকিছু ছাত্র/ছাত্রী রয়েছে । অভিভাবকরা ২শত এবং ৩শত টাকা করে মাসিক বেতন দেন । তার নিজের দিক থেকে কোন চাহিদা নেই। হত দরিদ্র শিশুদের তিনি বিনা বেতনেও পড়ান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এপাড়া থেকে ও পাড়া ছাত্র পড়িয়েই চলছে সুবোধ স্যারের জীবন। তিনি আনন্দিত, তিনি বলেন আমি স্ত্রী,সন্তানদের নিয়ে এভাবেই চালিয়ে দিয়েছি আমার জীবন। এ পেশা আমার ভাল লাগে তাই আমি আমার মত চলে যাচ্ছি। আমার হাতে এ পর্যন্ত ৫শতাধিক ছাত্র/ছাত্রীকে হাতে খড়ি দিয়ে শিক্ষার বর্নমালার আলো জালিয়ে দিয়েছি।

স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যে‘র ধারক জলসিঁড়ি সংগঠনের সাধারণ সম্পাদক দীপক সরকার বলেন জলসিঁড়ি সংগঠনের ১৪ বছর পূর্তি উৎসব এবং জলসিঁড়ি পাঠাগারের ৪ বছর পূর্তি উপলক্ষে স্মারক সম্মাননা প্রদানের আয়োজন করেছি। আগামী ১১ অক্টোবর মঙ্গলবার দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে জলসিঁড়ি প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে স্মারক সম্মাননা দেওয়া হবে শিক্ষাব্রতী সুরথ স্যারকে। সেই সাথে এ উপজেলার আদিবাসী গবেষক মনীন্দ্র নাথ মারাক, পূর্বধলা উপজেলার গবেষক আলী আহাম্মদ খাঁন আইয়োব ও ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের অবঃ সহকারী অধ্যাপক কবি সোরহাব পাশাকেও।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বরেন্যে আবৃত্তিকার ও সংগঠক হাসান আরিফ।

(এনএস/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test