E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের

২০১৬ অক্টোবর ১১ ১৮:৪৮:৫৬
দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যায় দেবী দুর্গা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ হলো। সকালে মহা দশমীর পুজো অন্তে মন্ডপে মন্ডপে শুরু হয় নারী ভক্তদের সিঁদুর খেলা। ভক্তরা সিঁথির সিঁদুর অক্ষয় রাখতে স্বামীর মঙ্গল কামনায় মা দূর্গার চরনের সিঁদুর একে অপরের সিঁথিতে দিয়ে ঢাকের তারে তালে নাচতে থাকে। বিকেল ৩টা থেকে নওগাঁ শহরের বুক চিরে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে প্রতিমা নৌকায় তুলে নৌ-র‌্যালী শুরু হয়।

নদীর উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিনে মহাশ্মশান ঘাট পর্যন্ত নদীর দু’ধার দিয়ে চলে দূর্গা প্রদর্শনী। নদীর দু’ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে প্রতিমা দর্শন করে। এসময় নদীতে বেশ কিছু পারিবারিক নৌকাও র‌্যালীতে অংশ নেয়। বিসর্জনের সময় নদীতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশী টহল ছিল উল্লেখ করার মত। জেলার ৭৩৮টি পুজো মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পুজো সম্পন্ন হলো। শহরের পিরোজপুর মহল্লায় আনন্দময়ী কারি মন্দিরের প্রতিমা বিকের সাড়ে ৫টায় পার্শ্ববর্তী তুলশীগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হয়।

(বিএম/এএস/অক্টোবর ১১, ২০১৬)




পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test