E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ট্রলারসহ ৭ জেলে আটক

২০১৬ অক্টোবর ১২ ১২:৩২:২৯
পাথরঘাটায় ট্রলারসহ ৭ জেলে আটক

বরগুনা প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতিকালে বরগুনার পাথরঘাটায় ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ সংলগ্ন চরদুয়ানী খাল থেকে তাদের আটক করা হয়। আটক কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে দেশের ২৭টি জেলার নদ-নদী ও উপকূলে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে নদী ও উপকূলীয় অঞ্চলে মৎস্য আড়ৎ, মাছ মজুদ, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে।

কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করছে কি না তা মনিটর করতে মঙ্গলবার দিনগত রাত ১২টার পর পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযানে নামে প্রশাসন। এসময় চরদুয়ানী খাল থেকে বলেশ্বরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় মাছধরা ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আশপাশের অনেক জেলে পালিয়ে গেছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/অক্টোবর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test