E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাণীনগরের আবাদপুকুর-চাঁপাপুর সড়কের বেহাল দশা

২০১৬ অক্টোবর ১৪ ১৫:৫৩:১০
রাণীনগরের আবাদপুকুর-চাঁপাপুর সড়কের বেহাল দশা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে বগুড়া চলাচলের একমাত্র সড়কটি চলাচলের যোড়্যতা হারিয়েছে। রাস্তার মাঝে মাঝে বড় বড় খানা-খন্দে ভরপুর। দেখে মনে হবে এ যেন রাস্তা নয় ছোট ছোট পুকুর। এতে প্রতিনিয়ত যাত্রী সাধারণদের ভোগান্তি পোহাতে হচ্ছে আর ঘটেই চলেছে ছোট-বড় দুর্ঘটনা।

দেখা গেছে, রাণীনগর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৫০টি গ্রামের মানুষ আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই সড়কটি দিয়ে চলাচল করে। একমাত্র এই সড়কটির অনেক স্থানে মাঝে মাঝে পাকা, ইট, খোয়া ও বালু উঠে গিয়ে প্রায় ১ থেকে ২ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এই সব গর্তে পানি জমে তৈরি হয় ছোট ছোট পুকুরে। পুরো রাস্তার মাঝে মাঝে পিচ-খোয়া উঠে যাওয়াই বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এই সব বড় বড় গর্তের। দীর্ঘদিন যাবত এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোন সংস্কার কাজ না করায় আজ রাস্তা নামে দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

উপজেলার এই সব প্রত্যন্ত এলাকার মানুষদের প্রতিদিনই নিত্যদিনের প্রয়োজন মেটাতে মরণ ফাঁদ নামক এই রাস্তাটিই ব্যবহার করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। অত্র এলাকাটি ধানের জন্য বিখ্যাত বলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মাঝারি ও বড় বড় যানবাহন চলাচল করার সময় এই সব গর্তে যানবাহন উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে চলেছে । অচিরেই যদি এই রাস্তার সংস্কারের কাজ করা না হয়, তাহলে রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ন অনুপযোগি হয়ে পড়বে বলে স্থানীয়দের আশংকা। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির হোসেন, রহিম, কামালসহ অনেকে জানান, এই সড়কটির কাজ নিম্ন মানের হওয়ায় বিভিন্ন স্থানে আজ এই খানা-খন্দে ভরে গেছে। সড়কটির কার্পেটিংয়ের কাজের এক বছর পার না হতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। যার কারণে আজ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মিঞা জানান, এই সড়কের সংস্কারের জন্য ওপড় মহল বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

(বিএম/এএস/অক্টোবর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test