E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

২০১৬ অক্টোবর ১৪ ১৭:২৪:১৯
বড়লেখায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় আপন ভাতিজার (বড় ভাইয়ের ছেলে) ছুরিকাঘাতে আসুক আহমদ (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আসুক আহমদ গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেছরিগুল গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর দুই ছেলে হেলাল আহমদ ও আসুক আহমদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছে। জমিজমা নিয়ে প্রায় ১৫ দিন পূর্বে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ও জমিজমার বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে সালিশ-বিচারে চেষ্টা চলছিল।

এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসুক আহমদ বাড়ির সামনের সড়কে সিএনজি চালিত অটোরিকশা ধোয়ামোছা করছিলেন। এ সময় ভাতিজা সুমন আহমদ (২২) পেছনদিক থেকে এসে আসুক আহমদের মাথায় ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় আসুক আহমদ আত্মরক্ষার্থে পাশের জমির কাদামাটিতে পড়ে যান। জমিতে পড়ার পরও জমির কাদামাটিতে ভাতিজা সুমন চাচার শরীরের অন্তত ৬-৭ স্থান ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পর পরই ভাতিজা সুমন আহমদ পালিয়ে যায়।

ছুরিকাঘাতে আহত আসুকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জমি থেকে উদ্ধার করে তাঁকে বড়লেখা হাসপাতালে নিয়ে আসেন। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১০-১৫দিন আগে ছোট ভাই আসুক বড় ভাই হেলালকে মারধর করেছিল। সেই ক্ষোভ থেকে হেলালের ছেলে সুমন চাচাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনার পরই ভাতিজা সুমন পালিয়েছে। মামলা হয়নি।’

(এলএস/এএস/অক্টোবর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test