E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত

২০১৬ অক্টোবর ১৭ ১৫:০৭:৪৮
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত খোলপেটুয়া নদীর কোলা নামক স্থানে ২৫০ ফুট বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ ভাঙনের ফলে ছয়টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় এক হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে সাড়ে চার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

কোলা গ্রামের নাসিরউদ্দিন, আব্দুস সামাদ, জহিরুল ইসলামসহ কয়েকজন জানান, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪ নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের প্রায় ২৫০ ফুট বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা,হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

তারা আরো জানান,বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ জোয়ারে বাধটি নদী গর্ভে ধসে পড়ে। এতে ছয়টি গ্রামের প্রায় এক হাজর পরিবার পানি বন্দী ও সাড়ে চার হাজার বিঘা মৎস্য ঘের এবং ফসলি জমি প্লাবিত হয়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কিছু দিন আগেও কোলায় বেড়িবাধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এবার তার পাশে আরও একটি অংশে বেড়িবাধ ভেঙ্গে তার ইউনিয়নের কোলা ও হিজলিয়া নামে দুটি গ্রাম প্লাবিত হয়েছে।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এখানে বার বার বেড়িবাধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে তার ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রামের নিম্নাঞ্চল ভেসে গেছে।

তবে, পানি উন্নয়ন বোর্ড-২ এ উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জানান, বেড়ি বাধটি সংস্কারের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১০ হাজার খালি বস্তা সরবরাহ করা হয়েছে। পানি কমে গেলে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধিরা স্বোচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করবেন।

(আরকে/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test