E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলছে মুক্ত জলাশয় দখল করার প্রতিযোগিতা

২০১৬ অক্টোবর ১৭ ১৫:৩৩:১৯
চলছে মুক্ত জলাশয় দখল করার প্রতিযোগিতা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় বর্ষার পানি নেমে যাবার সাথে সাথেই এলাকার এক শ্রেণির অসাধু মৎস্যজীবি প্রভাবশালীদের মদদে মদনের মগড়া নদীসহ বিভিন্ন মুক্ত জলাশয় দখল করার প্রতিযোগীতা চালাছে। এতে নৌপথে যাতায়াতকারী যাত্রী ও মালবাহী ট্রলারগুলো নিয়ে বিপাকে পড়ছে সংশ্লিষ্টরা।

এমনি একটি চিত্র সোমবার সরজমিনে গিয়ে চোখে পড়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণকান্দা গ্রামের পিছনের মগড়া নদীতে। জেলেরা জাল পেতে পুরো নদী দখল করে অরাজকতার সৃষ্টি করেছে। প্রতিদিনেই যাত্রী ও মালবাহী ট্রলারের লোকজনের সাথে জেলেদের বাকবিতন্ডা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন নজরদারি না থাকায় সুবিধাবাদী লোকেরা সুযোগ বুঝে গাছের ডাল, বায়না ও অবৈধ জাল ফেলে মাছ ধরছে। এ ব্যাপারে ফতেপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ফজলু মিয়া আকন্দ জানান, মুক্ত জলাশয় দখল করে মাছ ধরার প্রতিযোগিতার বিষয়টি আমার জানা নেই।

ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান, কারা নদী দখল করে মাছ নিধন করছে এমন তথ্য আমার কাছে নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিব।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, মুক্ত জলাশয়ের নদী দখল করে মাছ ধরার অধিকার কারো নেই। কেহ এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বুধবার উক্ত বিষয়টি সরজমিনে তদন্ত করব।

(এএমএ/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test