E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ আব্দুল মালেক উকিলের ২৯তম মৃত্যু বার্ষিকী

২০১৬ অক্টোবর ১৭ ১৬:৫৮:০৯
আজ আব্দুল মালেক উকিলের ২৯তম মৃত্যু বার্ষিকী

নোয়াখালী প্রতিনিধি : আজ ১৭ অক্টোবর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম জননেতা আব্দুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামীলীগসহ বিভিন সংগঠন নানান কর্মসূচি পালন করছে।

আজ সকালে নোয়াখালী কোর্ট মসজিদ প্রাঙ্গনে মরহুমের কবরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে মরহুমের আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এই সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহীন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মরহুমের জৌষ্ঠ পুত্র গোলাম মহিউদ্দিন লাতু, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ও তার অন্যান্য স্বজন শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের পতাকা অর্ধনমিত করন, কোরআন খতম, বিকালে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া নোয়াখালী কোর্ট মসজিদে মিলাদ মাহফিল, নোয়াখালী পাবলিক লাইব্রেরী, মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ অন্যন্য সংগঠন আলোজনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করছে।

এদিকে মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল মহাবিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং পারিবারিক ভাবে মিলাদ মাহফিল দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

(এমআইইউ/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test