E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেল থেকে বেরিয়েই তালায় মাছের ঘেরে হামলা, আহত চার নারী

২০১৬ অক্টোবর ১৭ ২১:০৪:৫১
জেল থেকে বেরিয়েই তালায় মাছের ঘেরে হামলা, আহত চার নারী

সাতক্ষীরা প্রতিনিধি : জেল থেকে বের হওয়ার কিছুক্ষণ পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ নেতা আতআউর রহমানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের বিশ্বাসের টেকের একটি ঘেরে সশস্ত্র হামলা চালিয়েছে। এ সময় ঘেরে মাছ ধরাকালিন চার নারী আহত হয়েছে । পরে পুলিশ জবরদখণকারিদের হঠিয়ে দিয়েছে। আহতদের উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

এদিকে ঘেরে হামলা করেই ক্ষান্ত হয়নি আতাউর। আহতরা যাতে চিকিৎসা নিতে যেতে না পারে সেজন্য পথে ব্যারিকেড দেয় সে ও তার বাহিনী। পুলিশ এই ব্যারিকেডও সরিয়ে তাদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

আহত চার নারী লক্ষ্মী রানী গাইন , শিবানী গাইন, নমিতা গাইন ও সুলতা গাইনের মাথা ফেটে গেছে । তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জমির মালিক সত্যরঞ্জন গাইন জানান, ৫০ বছরেরও বেশি সময় ধরে দখলে থাকা বিশ্বাসের চকে তাদের পৈত্রিক ৪৫ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। তিনি জানান এই জমি জনৈক প্রবীর গাইন নিজের দাবি করলেও কোনো কাগজপত্র না থাকায় মামলায় সে বারবার হেরে যায়। খুলনার সেই প্রবীরের ভাড়াটিয়া হিসাবে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান আগেও এই ঘেরে হামলা চালিয়েছিল । এ নিয়ে মামলা হলে আতাউর তার সহযোগী কাসেম ও আমিরুল জেল খাটে।

তিনি জানান আজ সকাল থেকে তার পরিবারের নারী সদস্যদের সাথে নিয়ে তারা ঘেরে মাছ ধরছিলেন। এ সময় জামিনে বাড়ি এসেই আতাউর তার অপর সঙ্গী মুড়োগাছা গ্রামের মেহেদী হাসান বাবু , খাজো রবীন, সুরঞ্জন, মিলন, আবুল কাসেম ও আমিরুলসহ ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। তাদের মার খেয়ে সুদর্শন গাইন, ফনীন্দ্র গাইন্র, সুজয় গাইন এবং তিনি নিজেসহ বাড়ির পুরুষ সদস্যরা প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে যান। এ সময় তারা হামলা করে নারী সদস্যদের ওপর। আহতরা জানান, তাদেরকে মারধর করে অচেতন অবস্থায় ঘেরের মাঝে দুই ঘন্টা ফেলে রেখে আতাউর বাহিনী পাহারায় থাকে।

খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিয়ার নির্দেশে খেসরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( এসআই) মো. হাসানুর রহমান দ্রুত ঘটনাস্থলে যান। তিনি হামলাকারী দখলদারদের হটিয়ে দেন। তিনি আহতদের উদ্ধার করে সাতক্ষীরায় পাঠানোর ব্যবস্থা করলেও আতাউর ও তার বাহিনী বাথুয়ারডাঙ্গায় রাস্তায় ব্যারিকেড দেয়।

উপপরিদর্শক হাসানুর রহমান জানান তিনি ফের সেখানে যেয়ে হামলাকারীদের ধাওয়া করে আহতদের সাতক্ষীরায় চিকিৎসার জন্য পাঠিয়েছেন।


তিনি আরো জানান, হাসান আরও জানান ‘ আতাউর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী । তার বিরুদ্ধে চারটি মামলা আছে। সে আজ সোমবার জেল থেকে বেরিয়ে এসে এই হামলা চালিয়েছে’। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন আমরা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছেন।
খেসরা ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজু জানান ‘ আমি তালায় মিটিংয়ে আছেন। এ সম্পর্কে কিছুই জানিনা’। যোগাযোগের চেষ্টা করা হলেও আতাউরের ফোন বারবার বন্ধ পাওয়া গেছে।




(আরএনকে/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test