E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে এমপিকে নিয়ে মন্তব্য, স্কুলছাত্রের সাজা বাতিল, ইউএনও-ওসিকে প্রত‌্যাহার

২০১৬ অক্টোবর ১৮ ১৮:২৫:৫৯
টাঙ্গাইলে এমপিকে নিয়ে মন্তব্য, স্কুলছাত্রের সাজা বাতিল, ইউএনও-ওসিকে প্রত‌্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে সংসদ সদস‌্যকে নিয়ে ফেইসবুকে মন্তব‌্যের ঘটনায় এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছে হাই কোর্ট।

সেই সঙ্গে ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সখিপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।

স্বতঃপ্রণোদিত রুলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

সখিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সখিপুর থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমকে প্রত‌্যাহার করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে বলেছে আদালত।

সেইসঙ্গে হাই কোর্ট ওই ছাত্রের জবানবন্দির আলোকে বিচার বিভাগীয় তদন্ত করতে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনলে গত ২০ সেপ্টেম্বর ওই কিশোরকে জামিন দিয়ে ইউএনও ও ওসিকে তলব করেছিল আদালত।

মঙ্গলবার রায়ের পরে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আইনকানুন পর্যবেক্ষণ করে আদালত রায় দিয়েছে। যে সাজাটা দেওয়া হয়েছিল, সেটা অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত। ওই সাজা বাতিল করে দিয়েছে।

পাশাপাশি ওই স্কুলছাত্র আদালতে যে জবানবন্দি দিয়েছে, তার আলোকে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন, সখিপুরের ইউএনও ও ওসি এখন যে জায়গার দায়িত্বে আছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সেখান থেকে প্রত্যাহার করে ঢাকা বিভাগের বাইরে যে কোনো একটা জায়গায় পোস্টিং দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছে আদালত।

গণমাধ‌্যমের প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয় গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেখানে অভিযোগ করা হয়, একটি ফেইসবুক আইডি থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে।

সাংসদের অভিযোগের ভিত্তিতে পুলিশ উপজেলার প্রতিমা বঙ্কি এলাকা থেকে ওই স্কুলছাত্রকে আটক করে ১৮ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

সাজার আদেশের পরদিন সকালে ওই কিশোরকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেন সখিপুরের ওসি মাকছুদুল আলম।

আদালতে ওসির পক্ষে ছিলেন নুরুল ইসলাম সুজন আর ইউএনওর পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম।

রায়ের পর ওই স্কুলছাত্রের বাবা সাংবাদিকদের বলেন, ছেলেকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল, আদালত সেটা বাতিল করেছে।

তিনি বলেন, আমি ছেলের নিরাপত্তা চাই। আমরা গরিব-অসহায়। টাঙ্গাইলেই যেন তাকে পড়ালেখা করানো যায়। টাঙ্গাইলের বাইরে যাতে নিতে না হয়।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test