E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখার তালিমপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

২০১৬ অক্টোবর ১৮ ২০:২৬:৩৭
বড়লেখার তালিমপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ইউনিয়নের ৬৮৫ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে তালিমপুর ইউপির বাংলাবাজারে উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

অকিল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ইউপি সদস্য মুতলিব আহমদ, শাহীন আহমদ, মস্তাক মাহমুদ, বিবেকানন্দ দাস, কুলসুমা বেগম, যুবলীগ সভাপতি আক্তার আলী, সাবেক ইউপি সদস্য সুজিত কান্তি দাস প্রমুখ।


হাকালুকি হাওরে ৩ হাজার দু’শ মিটার জাল জব্দ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের পলোভাঙা বিল এলাকায় সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ২’শ মিটার নেট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত ৩ হাজার দু’শ মিটার জাল হাওরের কাননগোবাজার এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা আবু ইউসুফ, এসআই অমিতাভ দাস তালুকদার, স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।





(এলএস/এস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test