E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উচ্চ আদালতের আদেশ উপেক্ষিত

সাতক্ষীরা সিটি কলেজের নিয়োগ বোর্ড সম্পন্ন

২০১৬ অক্টোবর ১৯ ১১:৫১:৪৭
সাতক্ষীরা সিটি কলেজের নিয়োগ বোর্ড সম্পন্ন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উচ্চ আদালতের আদেশ উপক্ষো করে সাতক্ষীরা সিটি কলেজের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে নিয়োগ বোর্ড সম্পন্ন   হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা  সরকারি কলেজে এ নিয়োগ বোর্ড এর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়।

এদিকে নিয়োগ নির্বাচনী বোর্ডে ডিজি প্রতিনিধি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, হিসাববিজ্ঞান বিষয়ের বিষয় বিশেষজ্ঞ ছিলেন খুলনার আযম খান কমার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রওশান আকতার, ব্যবস্থাপনা বিষয়ের বিষয় বিশেষজ্ঞ খুলনা সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ শফিউল আজম। এ সময় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য হায়দার আলী তোতা। তবে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবিকে উপস্থিত সাংবাদিকগণ সেখানে দেখতে পাননি।

সাতক্ষীরা সিটি কলেজ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগষ্ট সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও জাতীয় দৈনিক সমকালে ১৮জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিজ্ঞপ্তির বিরুদ্ধে ওইসব পদে পূর্বে নিয়োগপ্রাপ্ত কলেজের ১৪ জন শিক্ষক গত বছরের ৭ সেপ্টেম্বর মাহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন(৯০৮১/১৫) দাখিল করেন। মামলায় কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়। আদালত বিবাদীদের বিরুদ্ধে চার সপ্তাহের রুল জারি করে নিয়োগ বিজ্ঞপ্তির উপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। বর্তমানে ওই রুলটি নিষ্পত্তির জন্য শুনানীর অপেক্ষায়। অথচ এ রিটপিটিশনের রুলকে উপেক্ষা করে ২০১৫ সালের ৩ আগষ্ট বিধি বহির্ভুত বিজ্ঞপ্তির আলোকে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মঙ্গলবার নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়েছে।

এদিকে নিয়োগ বোর্ড এর বিরুদ্ধে ডিজি প্রতিনিধিকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও মঙ্গলবার নিয়োগ বোর্ড পরিচালিত হচ্ছে জানতে পেরে রিট পিটিশন দাখিলকারিদের পক্ষে ১০জন শিক্ষক মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজে যান। তারা তাদের মামলা সম্পর্কিত বিষয়ে বোর্ডে উপস্থিত সকল সদস্যকে কাগজপত্রের আলোকে অবহিত করেন। এ সময় সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ আদালতের একটি আদেশ দেখিয়ে বলেন যে ৯০৮১/১৫ রিট পিটিশনটি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি খারিজ হয়ে গেছে। সেক্ষেত্রে নিয়োগ বোর্ড সম্পন্ন করার ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই। এমনকি সৃষ্ট পদে নিয়োগকৃত শিক্ষকদের শুন্য পদে পদায়নের কোন সূযোগ নেই। তার দাবি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও বেসরকারি শিক্ষা প্রতিষ্টান পরিচালনা নীতি বিরোধী বিরোধী হলেও ওই বক্তব্যকে সমর্থন করে বিচারপ্রার্থী শিক্ষকদের বোঝানোর চেষ্টা করেন ডিজি প্রতিনিধি অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। একপর্যায়ে ন্যয় বিচার বঞ্চিত শিক্ষকমণ্ডলী আইনের প্রতি শ্রদ্ধা রেখে ডিজি প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত পারভেজের অফিস ছেড়ে বেরিয়ে আসেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ডিজি প্রতিনিধি প্রফেসর লিয়াকত পারভেজ সাংবাদিকদের বলেন, রুল নিষ্পত্তির আদেশ রিট পিটিশনকারি শিক্ষকদের পক্ষে গেলে এ নিয়োগ বোর্ডের কোন কার্যকারিতা থাকবে না।








(আরএনকে/এস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test