E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার সেই ২৭ জেলে পরিবার এখনও ভিজিএফ’র চাল পায়নি!

২০১৬ অক্টোবর ১৯ ১৮:০৯:১৯
কলাপাড়ার সেই ২৭ জেলে পরিবার এখনও ভিজিএফ’র চাল পায়নি!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী ও চর গঙ্গামতি গ্রামের সেই ২৭ জেলে পরিবার ২০১৬ সালের মে ও জুন মাসের বিশেষ ভিজিএফ এর লোপাট হওয়া চাল আজও পায়নি। প্রত্যেক পরিবারকে ৮০ কেজি করে চাল দেয়ার কথা।

জাটকা নিধন থেকে বিরত থাকাকালীন সময় এসব তালিকাভূক্ত জেলে পরিবারকে সরকারিভাবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়ার কথা ছিল। অন্যান্য জেলে পরিবারের মতো এসব জেলেরা মার্চ ও এপ্রিল মাসের চাল পেয়েছেন। গত বছর ঈদের আগে ধুলাসার ইউনিয়নের অন্যান্য জেলেদের মে ও জুন, দুই মাসের চাল বিতরন করা হয়েছে। কিন্তু এ ২৭ জেলে পরিবার তাদের চাল পায়নি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ইউপি সদস্য তাদের চাল বিতরনের স্লিপ অন্যদেরকে ২০০-৩০০ টাকার বিনিময় বিতরন করেছেন। এভাবে ২৭ জেলে পরিবারের জন্য ২১৬০ কেজি চাল অন্যত্র বিক্রি করা হয়েছে।
তবে ইউপি সদস্য আবুল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

তৎকালীন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় অভিযোগটির তদন্তভার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামকে দিয়েছেন। উপজেলা সিনিয়রমৎস্য কর্মকতি মো. কামরুল ইসলাম জানান, বিভিন্ন ব্যস্ততার কারনে তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি।

(এমকেআর/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test