E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে হেরোইন ও ফেন্সিডিলসহ আটক ৩

২০১৬ অক্টোবর ২০ ১৫:৫৫:৫৪
সাপাহারে হেরোইন ও ফেন্সিডিলসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি :বুধবার দিনগত রাতে নওগাঁর সাপাহারে হেরোইন ও ফেন্সিডিল সহ ৩ মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আইহাই ইউনিয়নের খালিশপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের মৃত ছলিমুদ্দীনের পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের (৩৫) শয়ন কক্ষ থেকে ১.২৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। অপরদিকে একই দিনে এস আই সুমন ইসলামপুর রাস্তার বড় ব্রীজের নিকট ৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলার বামনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ আকতার হোসেন (৩৮) ও সাপাহার সদরের জয়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র আলমগীর হোসেন বাবু (৩২) কে আটক করে।

বৃহস্পতিবার সকালে তাদেরকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।


সাপাহারে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : “সমন্বিত ইঁদুর দমন অভিযান, সফল করতে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর ১২টায় নওগাঁর সাপাহারে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম শাহ্ চৌধুরী। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, উদ্ভীদ ও প্রাণী বিষয়ক অফিসার আতাউর রহমান সেলিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আকবর আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অথিতিদ্বয় উপস্থিত দর্শকদের মাঝে জীবন্ত ইঁদুর মেরে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।

(বিএম/এস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test