E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ

জজ কোর্টের পিপিকে পিটিয়ে জখম করেছে এক আইনজীবীসহ তিন ভাই

২০১৬ অক্টোবর ২০ ২০:৫৭:২৯
জজ কোর্টের পিপিকে পিটিয়ে জখম করেছে এক আইনজীবীসহ তিন ভাই

সাতক্ষীরা প্রতিনিধি : জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক আইনজীবীর উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ আইনজীবীসহ তার দু’ সহোদর। বুধবার বিকেল চারটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই আইনজীবীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মোঃ সামছুদ্দিন (৫৬)। তিনি সাতক্ষীরা শহরের কাছারিপাড়ার মৃত কোমরউদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জজ কোর্টের পিপি অ্যাড. মোঃ নিজামউদ্দিন জানান, ১৯৯৮ সালে কাছারিপাড়ার কোমরউদ্দিনের বড় ছেলে নাসিরউদ্দিনের কাছ থেকে রেজিষ্ট্রি কোবালা মুলে ছয় শতক জমি কেনেন। ওই জমি সন্তানদের নামে দানপত্র করার সময় কোমরউদ্দিন তাকে প্রত্যেক সন্তানের জমি নকশা করে বন্টননামা করেন। নাসিরউদ্দিনের কাছ থেকে জমি কেনার পর শান্তিপূর্ণ ভোগ দখলে ছিলেন তিনি। জমি কেনার কয়েক মাস পরে কোমর উদ্দিনের দু’ ছেলে সরফউদ্দিন ও মহিউদ্দিন সাতক্ষীরা সদর সহকারি আদালতে বাটোয়ারা মামলা করেন। সদর সহকারি জজ, জেলা ও দায়রা জজ আদালতে রায় বিপক্ষে যাওয়ার পর তারা হাইকোর্টে পূর্ণবিচার চেয়েও হেরে যায়। এরপরও বর্তমানে ওই মামলাটি সাতক্ষীরা জজ আদালতে বিচারাধীন। জমিতে স্থিতাবস্থা জারির জন্য আদেশ উভয়পক্ষকে নির্দেশ দেয়।জমি নিয়ে মামলা চলায় কোমরউদ্দিনের ছেলে অ্যাড.সরফউদ্দিন ও মহিউদ্দিন তাকে বিভিন্ন সময়ে জীবনাশের হুমকি দিয়ে আসছিল।

স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার দুপুরে বিচারাধীন জমিতে বাঁশের সিড়ি তৈরি করে নিজ বসতবাড়ির দেয়াল প্লাস্টার করার কাজ করছিলেন রাজ মিস্ত্রীরা। এ সময় অ্যাড. সরফউদ্দিন, মহিউদ্দিন ও সামছুদ্দিন দা নিয়ে বিচারাধীন জমির পাশে অ্যাড. নিজামউদ্দিনকে খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করে তাকে না পেয়ে তারা চলে যান। একপর্যায়ে আদালত থেকে বাড়ি ফিরে বাড়ির পাশে দাঁড়িয়ে রাজমিস্ত্রীদের কাজ তদারকি করছিলেন। এ সময় সরফদ্দিন, মহিউদ্দিন ও সামছুদ্দিন হাতে লোহার রড নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাশে চলে এসে অ্যাড. নিজামউদ্দিনের স্ত্রী মোছাঃ সাজিয়া আফরোজকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। এ সময় ওই তিন সহোদর বিরোধপূর্ণ জমির প্রাচীরের মধ্যে ঢুকে পড়ে অ্যাড. নিজামউদ্দিনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা অ্যাড. নিজামউদ্দিনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা আরো জানান, অ্যাড. নিজামউদ্দিনেরউপর হামলা ও মামলার হাত থেকে বাঁচতে মহিউদ্দিন তার ডান হাতে পরিকল্পিত ক্ষত সৃষ্টি করে বৃহষ্পতিবার রাত সাড় সাতটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। রাতে অ্যাড. নিজামউদ্দিনের দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে মঈনুদ্দিন হসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফরহাদ জামিল জানান, অ্যাড. নিজামউদ্দিনের কপাল, ডান চোখ ও বুকে ভারী জিনিসের আঘাত রয়েছে। তে তিনি বিপদমুক্ত।

গ্রেফতারকৃত সামছুদ্দিন জানান, বিারোধপূর্ণ জমিতে বাঁশের সিড়ি তৈরি করার প্রতিবাদ করায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়েছে। এতে তার ভাই মহিউদ্দিনও আহত হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন মোল্ল্যা জানান, হামলার ঘটনায় অ্যাড. নিজামউদ্দিন বাদি হয়ে বুধবার রাতেই অ্যাড. সরফউদ্দিনসহ তিন সহোদরের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামছুদ্দিনকে বুধবার গভীর রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অ্যাড. সরফউদ্দিন ও মহিউদ্দিনকে গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।


(আরএনকে/এস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test