E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানী ২ বখাটে গ্রেফতার, পলাতক ৩

২০১৬ অক্টোবর ২১ ১৭:৩২:৪৭
রাণীনগরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানী ২ বখাটে গ্রেফতার, পলাতক ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৬ স্কুল ছাত্রীকে রাস্তার মাঝে শ্লীলতাহানী ঘটানোর দায়ে রাকিবুল হাসান (১৭) ও রায়েজিদ হোসেন ওরফে আরিফুল (১৭) নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের এক ছাত্রীর বাবা মোঃ আব্দুর রউফ ওরফে জেমস বাদী হয়ে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীকোলা গ্রামের নবম ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ৬ জন স্কুল ছাত্রী স্কুল ছুটির পর তাদের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ভাটকৈ ও লক্ষ্মীকোলা রাস্তার মাঝামাঝি স্থানে রাতোয়াল গ্রামের রেজাউল ইসলামের মাদকাসক্ত বখাটে ছেলে রাকিবুল হাসান (১৭), একই গ্রামের হাসেনের ছেলে বায়েজিদ হোসেন ওরফে আরিফুল (১৭), লিটন সরদারের ছেলে সাকিল (১৭) মিঠু সরদারের ছেলে এনামুল হক (১৮) ও মান্নানের ছেলে রিপন (১৮) ছাত্রীদের শ্লীতাহানির চেষ্টা করে। এতে ওই ছাত্রীদের আর্ত চিৎকার শুনে এক পথচারী এসে বখাটে রাকিবুল হাসান ও রায়েজিদ হোসেন ওরফে আরিফুলকে আটক করলেও অন্য ৩ বখাটে পালিয়ে যায়। আটক দুইজন বখাটেকে স্থানীয় জনতা উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খরব দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


নওগাঁয় মই বেয়ে ওপরে উঠে ব্রিজ পারাপার!

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ীতে ছোট যমুনা নদীর ওপর ঝুঁকি নিয়ে কাঠের সিড়ি বেয়ে নির্মাণাধীণ ব্রিজের ওপর দিয়ে নদী পার হচ্ছেন জনসাধারণ। দীর্ঘদিন ধরে সেখানে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। এদিকে পারসোমবাড়ী খেয়া ঘাটে পারাপার বন্ধ থাকায় এমন ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে এলাকার লোকজনকে।

প্রায় ১শ’ বছর থেকে পারসোমবাড়ী খেয়া ঘাটে নৌকা দিয়ে প্রতিদিন বদলগাছী উপজেলার চারটি ইউনিয়নের (কোলা, বিলাশবাড়ী, আধাইপুর এবং বালুভরা ইউনিয়ন) প্রায় লক্ষাধিক মানুষ এ খেয়া ঘাটে নৌকা দিয়ে পারাপার হয়ে জেলা শহর নওগাঁয় যাতায়াত করেন। নতুন ইজারাদারকে ঘাট ইজারা দেয়ায় টোল আদায়কে কেন্দ্র করে এক পর্যায়ে খেয়াঘাটটি বন্ধ করে দেয়া হয়। এতে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

সপ্তাহে দু’দিন পারসোমবাড়ী হাট বসে। স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ধানসহ অন্যান্য ফসল নদী পার হয়ে বাজারে বিক্রি করতে আসতেও দূর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সময়মতো নদী পার হতে না পেরে ক্লাসে উপস্থিত হতে পারছেনা যথাসময়ে।

এদিকে ছোট যমুনা নদীর ওপর পারসোমবাড়ীতে একটি ব্রিজ নির্মাণ কাজ চলছে। ব্রিজটি সম্পন্ন হতে এখনও প্রায় ৬ মাসের মতো সময় লাগতে পারে। এ অবস্থায় নির্মাণ শ্রমিকরা একটি কাঠের সিঁড়ি (মই) তৈরী করেছেন। সেই সিঁড়ি বেয়ে নির্মানাধীণ ব্রিজের ওপর দিয়ে নদী পার হচ্ছেন লোকজন। অনেকে সাইকেল ঘাড়ে করে পার হচ্ছেন। অনেকে আবার মোটরসাইকেল এপাড়ে রেখে অপর পাড়ে হাট করছেন।

বালুভরা-বিলাশবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রঞ্জু আলম বলেন ‘একা মানুষ আমি, ইউএনও স্যারের সঙ্গে বসে খেয়াঘাটটি লীজ দেয়া হয়েছে। সেখান থেকে যা আয় হয় তা রাজস্ব খাতে জমা হয়’।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত বলেন ‘সরকারি রেটে টোল আদায় করতে বলার কারনে ওরা পারাপারে অপারগতা প্রকাশ করায় খেয়াঘাটে পারাপার বন্ধ রয়েছে।




নিয়ামতপুরে ৩ কেজি গাঁজাসহ মহিলা আটক

বৃহস্পতিবার রাতে নওগাঁর নিয়ামতপুরে ৩ কেজি গাঁজাসহ আজিরন বেগম (৫৫) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আজিরন উপজেলার হাজিনগর ইউপির শিবপুর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ওইদির সন্ধ্যার পর অভিযান চালিয়ে উপজেলার হাজিনগর ইউপির শিবপুর গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী আজিরন বেগম (৫৫) কে ৩ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে আটক করে। আজিরন বহুদিন ধরে প্রকাশ্য দিবালোকে অবাধে গাঁজার ব্যবসা করে আসছিল বলে ওসি জানান।

আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

শুক্রবার সকালে নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে মোঃ আব্বাস আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকায় ডোবার পানিতে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ বদরোদ্দোজা জানান, নিহত আব্বাস আলী দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। শুক্রবার ভোরে মাঠের ফসল দেখতে বাড়ি থেকে বের হন আব্বাস আলী। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার এক পর্যায়ে সে বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বে ডোবার পানিতে আব্বাস আলীকে দেখতে পায় এলাকাবাসী।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আব্বাস আলীর লাশ উদ্ধার করে।


(ওএস/এস/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test