E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে আচার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

২০১৬ অক্টোবর ২৫ ২১:৪৬:০৫
নাগরপুরে আচার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে ভ্রাম্যমান আচার বিক্রেতার আচার খেয়ে একই বিদ্যালয়ের ৩০ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬৫নং মামুদনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা রতরা হলো মামুদনগর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন,লিখন দাস,সিয়াম মিয়া ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তার,মীম আক্তার,শামীম মিয়া।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নওশীন জাহান জানান অসুস্থ্য শিশুদের পর্যবেক্ষনে রাখা হয়েছে ২৪ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। মামুদনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান মঙ্গলবার দুপুরে হঠাৎকরে শিক্ষার্থীরা পেট ব্যাথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন বমি করে। অবস্থা গুরুতর দেখে আমি অভিভাবকদের খবর দেই এবং অসুস্থ শিশুদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে খোঁজ নিয়ে জানতে পারি বিদ্যালয় প্রাঙ্গনে ভ্রাম্যমান আচার বিক্রেতার কাছ থেকে আচার খেয়ে শিশুদের এই অবস্থা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আচার বিক্রেতা পালিয়ে গেছে।

(আরএসএর/এএস/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test