E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারনা সংক্রান্ত মহিলা সমাবেশ

২০১৬ অক্টোবর ২৬ ১৫:৫৬:১৪
বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারনা সংক্রান্ত মহিলা সমাবেশ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা মুলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা, জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক বলেন, দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুল করতে সরকারের কার্যক্রম অব্যহত রয়েছে। ফলে বিভিন্ন জায়গায় জঙ্গিরা ধরা পড়ছে, জঙ্গিদের মধ্যে অনেক মহিলা জঙ্গিও আছে। মহিলাদের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করার জন্য সমাজের সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে। এ বিষয়ে প্রত্যক নারীকে তার অবস্থান থেকে সচেতন হতে হবে এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুলসহ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

উক্ত নারী সমাবেশে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ নারী অংশগ্রহন করেছেন।

(এএফবি/এএস/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test