E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ভোট গ্রহন শেষ, চলছে ভোট গননা

২০১৬ অক্টোবর ৩১ ১৭:০৬:৩১
টাঙ্গাইলে ভোট গ্রহন শেষ, চলছে ভোট গননা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ও তিনটি উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে এখন চলছে ভোট গণনার কাজ। উচ্চ আদালতে মামলার কারণে গত নির্বাচনে কাশিল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন স্থগিত ছিল। তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থীরা সমান সংখ্যক ভোট পাওয়ায় এসব ওয়ার্ডে পুনঃ ভোট গ্রহন অনুষ্ঠিত হলো। সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোন গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের ৩ নং সাধারণ ওর্য়াড, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ৬ নং সাধারণ ওর্য়াড, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে গত নির্বাচনে প্রার্থীদের মাঝে সমান সংখ্যক ভোট পড়েছিল বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ১৯২ জন। মহিলা ভোটার ১১ হাজার ৪ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ১৮৮ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী । এ ইউনিয়নে মোট কেন্দ্র ৯ টি, মোট কক্ষ ৫৮ টি। পিজাইটিং অফিসারের দায়িত্বে রয়েছেন ৯ জন কর্মকর্তা, সহকারী পিজাইটিং অফিসার ৫৮ জন ও পুলিং এজেন্ট ১১৬ জন দ্বায়িত্ব পালন করছেন।

ধনবাড়ি উপজেলার বানিয়াজানে ইউনিয়ন পরিষদের ৩ নং সাধারণ ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ৩৯ জন। মহিলা ভোটার ৫৬৪ ও পুরুষ ভোটার ৫৭৫ জন।

ঘাটাইল উপজেলার আনোহলা ইউনিয়ন পরিষদে ৬ নং সাধারন ওয়ার্ডে সাধারন সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ মোট ভোটার ১ হাজার ৭৩৪ জন। মহিলা ভোটার ৮৮৪ জন ও পুরুষ ভোটার ৮৫০ জন।

এদিকে দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এ কেন্দ্র মোট ভোটার ৭ হাজার ২০১ জন। মহিলা ভোটার ৩ হাজার ৬৬০ জন ও পুরুষ ভোটার ৩ হাজার ৫৪১ জন।

(এসএইচএম/এএস/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test