E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে মুক্তিযোদ্ধার ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট

২০১৬ নভেম্বর ০১ ১৭:০৬:৪২
নাগরপুরে মুক্তিযোদ্ধার ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকা ও ভূক্তভোগি সূত্রে জানা যায়, উপজেলার পাইশানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কোহিনুর আলমের সাথে প্রতিবেশী মাইনুদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত মঙ্গলবার দুপুরে মাইনুদ্দিন ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে মুক্তিযোদ্ধা মো. কোহিনুর আলমের বাড়িতে ঢুকে তার বসত ঘর ভাংচুর, লুটপাট এবং ভাঙ্গনকৃত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা মো. কোহিনুর আলম এ প্রতিবেদককে জানান, আমার প্রতিবেশী মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ করে আসছে। তারই জের ধরে মাইনুদ্দিনের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে ঢুকে আতংক সৃষ্টি করে আমার বাড়ির পশ্চিম পাশের চৌচালা টিনের বসত ঘরটি ভেঙ্গে তছনছ করে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী দল চলে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(আরএসআর/এএস/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test