E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ক্ষুরা রোগের প্রকোপ, কৃষক ও খামারীদের মাঝে আতঙ্ক

২০১৬ নভেম্বর ০২ ১৭:০১:৫১
গৌরীপুরে ক্ষুরা রোগের প্রকোপ, কৃষক ও খামারীদের মাঝে আতঙ্ক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার গ্রামে ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে গরু ছাগলের মড়ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই আক্রান্ত হয়ে মারা গেছে ২শতাধিক গরু-ছাগল। প্রায় প্রতিটি বাড়িতে ক্ষতিগ্রস্ত কৃষক ভারাক্রান্ত মনে মৃত গরু’র জন্য শোকাহত। আক্রান্ত এলাকায় অসুস্থ গরু-ছাগল নিয়ে কৃষান-কৃষাণীরা আতঙ্কে দিন কাটাচেছ। রবিবার আক্রান্ত এলাকার গৃহপালিত পশুর বর্ণনা উপজেলা প্রাণি সম্পদ বিভাগে জানানোর পর তাৎক্ষনিক ৪সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় গরু-ছাগলকে চিকিৎসা প্রদান কার্যক্রম শুরু করে।

উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার গ্রামে ২দিনে মারা গেছে আমজত আলীর পুত্র মোঃ মজিবুর রহমানের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের একটি গাভী, মৃত উমর আলীর পুত্র মরমুজ আলীর ৪০হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, আব্দুল কাদিরের ৬০হাজার টাকা মূল্যের গাভী, মৃত আঃ জব্বারের পুত্র জজ মিয়ার ৭০হাজার টাকা মূল্যের একটি গাভী, ফারুক মিয়ার ৬৫হাজার টাকা মূল্যের একটি বকনা বাছুর, আব্দুর রাজ্জাকের ৫০হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, হাবিব উল্লাহর ৬০হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, আবু চানের ১টি ছাগল, ইসহাক উদ্দিনের ১টি ছাগল, রেহেনা আক্তারের ৩টি ছাগল মারা গেছে। রবিবার একই দিনে অচিন্তপুর ইউনিয়নের চরাকোনা গ্রামের গাজী রহমানের পুত্র আব্দুর রশিদের ৮০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে। সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া ৩টি গরু, ভালকাপুরে ৪টি গরু ও ৩টি ছাগল মৃত্যুর খবর পাওয়া গেছে।

সহনাটী ইউনিয়নের পাছার কান্দাপাড়ার মৃত রইছ উদ্দিনের পুত্র মোঃ আনিছুর রহমানের একটি বকনা বাছুর, পুর্বপাড়ার মৃত কুসন আলীর পুত্র আলাল উদ্দিনের একটি গরু অসুস্থ্য রয়েছে। পুরো এলাকায় আক্রান্তের সংখ্যা ৫শতাধিক ছাড়িয়ে যাবে বলে জানান পাছার গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর হোসেন। কৃষক মোঃ আলাল উদ্দিন জানান, আক্রান্ত গরুর মুখ দিয়ে লালা ছাড়ে, পায়ে ঘা হয়ে ক্ষুরা আলাদা হয়ে যায়, খেতে পারে না। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ সরকার জানান, আক্রান্ত এলাকার তথ্য পাওয়ার পরপরই চার সদস্যের মেডিকেল টিম সরজমিনে প্রেরণ করা হয়েছে।

এ রির্পোট পাঠানো পর্যন্ত মেডিকেলে টিমের প্রধান ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আক্রান্ত এলাকায় চিকিৎসা কাজে ব্যস্ত রয়েছেন। এ পর্যন্ত মৃত গরু-ছাগল এবং আক্রান্তের সংখ্যা নিরুপন করা হয়নি।

(এসআইএম/এএস/নভেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test