E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ইউএনও ও খাদ্য কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ

২০১৬ নভেম্বর ০৩ ১৬:৫৮:৩৯
গৌরীপুরে ইউএনও ও খাদ্য কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে চলছে ব্যাপক অনিয়ম। অধিকাংশ ইউনিয়নে সেপ্টেম্বর মাসের চাল বিতরণ করা হয়নি। অনেক ইউনিয়নে সুবিধাভোগিদের তালিকা প্রণয়ন করা হয়েছে অক্টোবর মাসে। কোন কোন ডিলার সেপ্টেম্বর মাসে চাল না দিয়ে অক্টোবর মাসের চালের সাথে কার্ডে ২টি করে টিপ নিয়ে নিচ্ছেন। ২নং গৌরীপুর ইউনিয়নে অধিকাংশ কার্ড ফ্লুইড দিয়ে নাম পরিবর্তন করা হয়েছে। অনেকের কার্ড গায়েব করে ফেলা হয়েছে। নাম তালিকাভুক্তির সময় টকা নেয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগ নিয়ে সুবিধাভোগিরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বোকাইনগর ইউনিয়নে একজন ডিলারের দোকানে সুবিধাভোগিরা অক্টোবর মাসের চাল নিতে এলে সেপ্টেম্বর মাসের চালের তারিখ কেটে দিয়ে অক্টোবর মাসের তারিখ লিখে দিয়ে বলা হচ্ছে চাল দেয়া হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার হাতেনাতে ধরলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। একজন স্কুল শিক্ষককে ডিলার হিসেবে নিয়োগ দেয়ায় গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গৌরীপুর উপজেলার সূর্যাকোনা গ্রামের মৃত আব্দুল গফূরের পুত্র মোঃ শহীদ উল্লাহ’র পক্ষে ময়মনসিংহের জজকোর্টের এডভোকেট গোলাম মোস্তফা ৩১ অক্টোবর উল্লেখিত কর্মকর্তাদের বরাবরে এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে মোঃ শহিদুল্লাহ বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরনের জন্য একজন ডিলার প্রার্থী ছিলেন। সেক্ষেত্রে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতভাগ সরকারি বেতন প্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদকে মইলাকান্দা ইউনিয়নে ডিলার হিসেবে নিযোগ করা হয়। যা আইনে সুস্পষ্ট পরিপন্থী। আপনাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার করে ডিলার নিয়োগের বিরুদ্ধে কেন আইনত দেওয়ানী বা ফৌজদারী মোকদ্দমা দায়ের করা হইবে না এই মর্মে আগামী ১০ কার্য্য দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বিশেষভাবে বলা হলো। সকল অনিয়মের সমন্বয় করে থাকেন উপজেলা খাদ্য কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার বলেন, এমপি মহোদয় যে ব্যাক্তির জন্য সুপারিশ করেছিলেন তার আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি সঠিক ছিলনা বিধায় তাকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া সম্ভব হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী বলেন, নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারী ও জনপ্রতিনিধি খাদ্যবান্ধব কর্মসূচীতে ডিলার হতে পারবেন না। এক্ষেত্রে মোঃ শহিদুল্লাহ সম্পূর্ন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা/কর্মচারী নয়।

(এসআইএম/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test