E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে চেয়ারম্যানের নারকীয় তাণ্ডব, আহত ৫

২০১৬ নভেম্বর ০৪ ১৪:৫৪:৫৫
ত্রিশালে চেয়ারম্যানের নারকীয় তাণ্ডব, আহত ৫

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের কর্মীরা বৃহস্প্রতিবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বাসায় ও যুবলীগের অফিস ভাংচুর করে। এ সময় চেয়ারম্যান বাহিনী যুবলীগের আহবায়কের বাসায় নারকীয় তান্ডব চালায়। তাদের সশস্ত্র ক্যাডারের হাত থেকে রেহায় পায়নি অবুজ শিশু শাকিল (৮) সহ বাসায় থাকা তার স্ত্রী কন্যা মা ও বোনেরা। এ সময় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে ঝুলানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করে।

জানাযায়- ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া রেল ষ্টেশনে কাউন্টার থেকে বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের আত্বীয় মাসুদ ও চেয়ারম্যানের ছেলে আদনান ট্রেনের টিকিট কাটতে গেলে টিেিকট মাষ্টার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বড় ভাই নবী হোসেনের সাথে তাদের বাক বিতন্ডা হয়। পরে বৃহস্প্রতিবার রাতে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের লোকজন সংঘবদ্ধ হয়ে সশ্রস্ত্র ক্যাডার নিয়ে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বালিপাড়া বাজারের বাসায় হামলা করে ভাংচুর করে।

এসময় চেয়ারম্যানের ক্যাডার সোহাগ অস্ত্র উচিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে আতংক ছড়িয়ে দেয়। পরে তারা ইউনিয়ন যুবলীগের আহবায়কের বাসায় গিয়ে হামলা করে ভাংচুর করে এবং লুটপাট করে স্বর্নালংকার টাকা নিয়ে যায়। ফিরাতে গেলে যুবলীগ আহবায়কের স্ত্রী ও ভাবী প্রহার করে। এসময় মায়ের পাশে থাকা ছোট অবুঝ শিশু শাকিলকেও রেহাই দেয়নি। পরে সন্ত্রাসীরা যুবলীগের ইউনিয়ন অফিসে হামলা করে কম্পিউটার, চেয়ার টেবিল সহ উপরে থাকা বঙঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করে। এসময় আহত হন হামলায় বারীর স্ত্রী রোজী আক্তার, মেয়ে রুনা আক্তার, ভাবী রাবিয়া আক্তার,ভাতিজি কবিতা ও তার ছেলে শাকিল আহত হন।

এ সময় এমদাদুল হক নামের এক যুবলীগ কর্মীকে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ময়মনসিংহ থেকে র‌্যাব ১৪ ও অতিরিক্তি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যপারে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারী জানান, আমার বাসায় অর্তকিত হামলা চালিয়ে ভাংচুর করে। আমি চেয়ারম্যানের বিভিন্ন অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করায় সে আমার উপর এ আক্রমন চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে বালিপাড়া ইউনিয়ন পরিণদের চেয়ারম্যান জানান টিকিট নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তী হামলার ঘটনা আমি জড়িত নয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- দলীয় অন্তঃদ্বন্ধের কারনে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের লোকজন বারীর বাসায় হামলা করে ভাংচুর করেছে।আমি ঘটনাস্থলে গিয়ে দু পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

(এমআরএন/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test