E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০১৬ নভেম্বর ০৫ ১৭:১৭:২৯
বড়লেখায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৮০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে শস্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এই কর্মসূচির উদ্বোধন করেন।

কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষক নুর উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, এপিপি গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের প্রতিজনকে বীজ ধান ৫ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রতিজনকে মুগ বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি প্রদান করা হয়।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ১১টি কৃষকদলের মধ্যে ১১টি পাওয়ার টিলার বিতরন করা হয়।

বড়লেখায় ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত

(৫ নভেম্বর) শনিবার “সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। সমবায় দিবস উপলক্ষে সকালে উপজেলা চত্ত্বর এলাকায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার সেরা সমবায়ী ২৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি সেরা সমবায়ী ২৪ প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন।






(এলএস/এস/নভেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test