E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোক আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান

২০১৬ নভেম্বর ০৭ ১২:৪৫:১৫
শোক আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান

সাতক্ষীরা প্রতনিধি :  শোক আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, দেশ বরণ্যে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর খান। সোমবার সকাল সোয়া ১০টায় সাতক্ষীরা শহরের রসুলপুর হাইস্কুলের মাঠে ৬ষ্ঠ জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সাতক্ষীরাবাসীর ভালবাসায় সিক্ত হন ডা. এমআর খান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন জেলার সর্বস্তরের মানুষ। সকাল ১০টায় তার মরদেহ রসুলপুর হাইস্কুলের মাঠে পৌঁছায়। পরে তার কফিনে একে একে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড, মুস্তাফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এছাড়া তার কফিনে জেলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, শিশু স্থাস্থ্য ফাউন্ডেশন, শিশু হাসপাতাল, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, রসুলপুর হাইস্কুল, পিএন হাইস্কুলসহ অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জানাযার পূর্বে ডা. এমআর খানের জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।

তাকে শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্ঠ সমাজসেবক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু শোকাহত মন নিয়ে বলেন, স্যারের মৃত্যুতে সাতক্ষীরা তথা দেশের অপূরণীয় ক্ষতি হল। এই শূন্যতা পূরণের নয়।

প্রসঙ্গত,, গত শনিবার বিকেল সাড়ে চারটায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম আর খান মারা যান।

(আরএনকে/এস/নভেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test