E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটার প্রত্যন্তাঞ্চলে পল্লীবিদ্যুৎ উদ্বোধন

২০১৬ নভেম্বর ০৯ ১৪:৫৪:৫১
পাথরঘাটার প্রত্যন্তাঞ্চলে পল্লীবিদ্যুৎ উদ্বোধন

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি :“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ৪৩২টি পরিবারের মধ্যে প্রায় ৯কিঃ মিঃ পল্লীবিদ্যুৎ এর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য।

৯নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধনের পর উপজেলার কাকচিড়া,নাচনাপাড়া ও রায়হানপুর ইউনিয়নের কাটাখালী,ফকিরহাট, কাজির বাজার,জালিয়াঘাটা এবং সিএন্ডবি নামক স্থানের প্রত্যন্তঞ্চালের ওই পরিবারর গুলোর মাঝে এক ধরনের আনন্দের বন্যা বইছে। এখানকার সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন তার নির্বাচনী এলাকা বামনা,পাথরঘাটা ও বেতাগীর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করছেন এবং উল্লেখিত এলাকার বিভিন্ন স্থানে ইতিপূর্বে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় উল্লেখিত প্রত্যন্ত গ্রামগুলো বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে সাংসদ রিমন জানান।

বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া সৈয়দ ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. জিয়াউল করিম,পাথরঘাটা চৌধুরী মাসুম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক,পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক, পিরোজপুর পল্লিবিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার কর, পিরোজপুর পল্লিবিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আজিজুস সালাম, পিরোজপুর পল্লিবিদ্যুতের ডেপুটি ম্যানেজার গোলাম সরোয়ার মোর্শেদ, রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রুপক, কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, নাচনাপড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদ হোসেন, উপজেলা ছাত্রলীগে’র সভাপতি হাফিজুর রহমান সোহাগ পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, পাথরঘাটার লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন জমাদ্দার, ,রায়হানপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশির প্রমুখ।






(ওএস/এস/নভেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test