E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কেটে নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ

২০১৬ নভেম্বর ১০ ১৭:০৪:২১
বাগেরহাটে কেটে নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও সামাজিক বনায়নের কয়েক শত গাছ কেটে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষমতাসীন দলের ১৩ নেতাকর্মীকে আসামী করে বাগেরহাটের পানি উন্নয়ন বোডের্র রায়েন্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন বাদি হয়ে বুধবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মূলহোতা আওয়ামী লীগ কর্মী বারেক মাঝীকে গ্রেফতার করেছে।

বাগেরহাটের রায়েন্দা পানি উন্নয়ন বোর্ড জানায়, খাইলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের গ্রুপের সমর্থক ও আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী ৩৫/১ পোল্ডারের অধিন পানগুছি নদী তীরবর্তী মধ্যবরিশাল গ্রাম থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের কয়েক শত গাছ কেটে নিয়ে যায়। এই গাছের মধ্যে রয়েছে মেহগনি, রেন্টি, চম্বল, কড়াই, শিশু ও তালগাছসহ আরো বিভিন্ন জাতের গাছ। এছাড়া সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে সামাজিক বনায়নেরও গাছও কেটে নেয়। গাছ কাটার খবর পেয়ে বন বিভাগ ওই এলাকা অভিযান চালিয়ে ১৫ পিচ গাছ জব্দ করে।

বুধবার রাতে পাউবো’র রায়েন্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন বাদি স্থানীয় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ে করেন। পরে পলিশ অভিযান চালিয়ে গাছ কাটার মূলহোতা আওয়ামী লীগ কর্মী বারেক মাঝীকে গ্রেফতার করে।

অভিযোগ সম্পর্কে খাউলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাষ্টার আবুল খায়ের বলেন, আসামিরা কেউই আমার লোক নয়। ওয়াপদা বেড়ীবাঁধ সড়কে নতুন করে কাজ শুরু হবে তাই ঠিকাদারের নির্দেশে স্থানীয় লোকজন তাদের লাগানো গাছ কেটে নিয়েছে।

(একে/এএস/নভেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test