E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

২০১৬ নভেম্বর ১২ ১৩:৩৩:০০
বড়লেখায় কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ডের সংযোগ সড়ক কাঁঠালতলী-মাধবকুণ্ডের পুণর্বাসন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ড জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ ৮ কি:মি: সড়ক সংস্কার কাজে সরকারের প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয় হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে মাধবকুণ্ড জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মাধবকু- উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, মাধব পানপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর এলগিরি প্রমুখ।


(এলএস/এস/নভেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test