E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন

২০১৬ নভেম্বর ১৩ ১৫:৪১:১০
বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন

বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি কে সভাপতি ও আনোয়ার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে  বড়লেখা উপজেলা আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ।

গত ১২ ফ্রেরুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনরে মাধ্যমে সভাপতি পদে মো: শাহাব উদ্দিন এমপি, সহ-সভাপতি পদে ডাঃ প্রণয় কুমার দে,মোঃ নিমার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন(বর্ণি), অধ্যাপক বিধান চন্দ্র দাস, ফইয়াজ আলী ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম তখন আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম সুন্দর, উপাধ্যক্ষ এ,কে,এম হেলাল উদ্দিন ও বিবেকানন্দ দাস নান্টু এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরান চৌধুরী, সোয়েব আহমদ, আব্দুল লতিফ নির্বাচিত হন ।

পরবর্তীতে সম্পাদক পদ সহ সদস্য পদ পূরণ করা হয়। এতে আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত বাবলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ নিয়াজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পানু লাল দে, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী কবির, দপ্তর সম্পাদক পদে জেহিন সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আব্দুল মতিন (কমিশনার), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে তাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জহুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলী আহমদ চৌধূরী, মহিলা বিষয়ক সম্পাদক পদে শাহিদা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক পদে এনাম উদ্দিন(চেয়ারম্যান), শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পদে মাতাব উদ্দিন, শ্রম সম্পাদক পদে আশরাফ মুহিত, সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াছিন আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ (লতু), সহ দপ্তর সম্পাদক পদে হিফজুর রহমান , সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নজব উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে ছয়দুল হোসেন দায়িত্ব লাভ করেছেন । এছাড়া সদস্য পদে ৩৩ জনের নাম অনুমোদ দিয়েছেন জেলা কমিটি।

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ও সাধারণ সম্পাদক নেছার আহমদ কমিটি অনুমোদনের সত্যতা স্বীকার করেছেন।









(এলএস/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test