E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা, দুই নারী আটক

২০১৬ নভেম্বর ১৩ ১৫:৪৫:০৯
বাগেরহাটে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা, দুই নারী আটক

শেখ আহসানুল করিম, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আলামীনকে কুপয়ে আহত করার পর সে রাত সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে মারা যায়।

নিহত আলামীন চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং ওলামাগঞ্জ এনইউ মাদ্রসার আলীম পরিক্ষার্থী ছিলো। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবী করেছেন। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কোহিনুর বেগম (৪৫) ও পলি আক্তার (২০) নামে দুই নারীকে আটক করেছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ ও নিহত আলামীনের বড় ভাই তাজুল শেখ (২২) জানান, রাত ৯টার দিকে আলামীন খাবার নিয়ে বাড়ী থেকে মাদ্রাসার ছাত্রাবাসে যাচ্ছিলো। বাড়ী থেকে কিছু দূর যেতে না যেতেই পিছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২)। আলামীনের ডাকচিৎকারে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যায় আলামীন।

মোরেলগঞ্জ থানা পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে রাতেই ঘাতক জুয়েলের মা কোহিনুর বেগম (৪৫) ও বোন পলি আক্তার (২০) নামে দুই নারীকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক জুয়েল পলাতক রয়েছে। দুপুরে বাগেরহাট হাসপাতাল মর্গে নিহত আলামীনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

(এসএকে/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test