E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় দেশ'

২০১৬ নভেম্বর ১৪ ১৩:১৩:২২
'বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় দেশ'

টাঙ্গাইল প্রতিনিধি :রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ বলেছেন, বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব সত্ত্বেও বিগত বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধি দিক দিয়ে অনেকটাই এগিয়ে। বর্তমান সরকার জনগনের জীব্নমান উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছেন তা পুরন করতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

রবিবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যারা আমাদের দেশের তরুণদের উগ্র মৌলবাদ, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করার পেছনে মদদ দিয়ে আসছে তাদের চিহিৃত করে সমূলে উৎপাটন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

দ্বিতীয় সামাবর্তনে ৫টি অনুষদের মধ্যে ৪ টি অনুষদের ১২টি বিভাগের বিএস.সি.(সম্মান/ইঞ্জিনিয়ারিং), বিবিএ ও স্নাতকোত্তর পর্যায়ে ৫১ টি ব্যাচের ৯৮৭ জন শিক্ষার্থীকে ¯স্নাতক ও ৪৯৯ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তরসহ মোট ১৪৮৬ জনকে ডিগ্রী প্রদান করা হয়।

এছাড়াও শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য ২১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি।






(এমএনইউ/এস/নভেম্বর ১৪ ,২০১৬ )

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test