E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পুলিশ-জনতা সন্ত্রাস, জঙ্গীবাদ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার

২০১৬ নভেম্বর ১৫ ২০:৪১:০৩
নওগাঁয় পুলিশ-জনতা সন্ত্রাস, জঙ্গীবাদ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে আজ অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের ‘ওপেন হাউস ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন।

তিনি বলেন, এখন নারীরা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে। আর তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ আজ উন্নতির পথে তর তর করে এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী, বিরোধী দলীয় নেতা নারী, সবচেয়ে সফল মন্ত্রী কৃষি মন্ত্রী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী তিনিও নারী। তাই পুরুষকে যেমন নারীকে সম্মান করতে হবে, তেমনী দেশের উন্নয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ মাদক প্রতিহত করতে নারীদেরও এগিয়ে আসতে হবে।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ওপেন হাউস ডে তে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা শেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার শপথ বাক্য পাঠ করান।

(ওএস/এস/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test