E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০১৬ নভেম্বর ১৬ ১৫:৫৪:৫৭
চাটমোহরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার ওসি একরামুল হক সরকার, উপজেলা আ’লীগের সম্পাদক মো. আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী, সরদার আজিজুল হক, নজরুল ইসলাম, ভাষা সৈনিক অ্যাড. গৌর চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার, আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন, ব্যবসায়ী সমিতির সম্পাদক মোখলেছুর রহমান বিদ্যুৎ, আ’লীগ নেতা বজলুল করিম খাকছার, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান মুন্নাফ, আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা রাজুসহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, এনজিও প্রধান, স্কুল-কলেজের প্রধান ও বিভিন্ন স্তরের মানুষ। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে উপ-কমিটির গঠন করা হয়।

(এসএইচএম/এএস/নভেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test