E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্তোষে মাওলানা ভাসানীর  ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

২০১৬ নভেম্বর ১৭ ১১:৫৮:৪৯
সন্তোষে মাওলানা ভাসানীর  ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল থেকেই মাজার প্রাঙ্গণে মাওলানা ভাসানীর মুরিদান, ভক্ত ও অনুসারীসহ হাজার হাজার মানুষের ঢল নামে। দেশের দুরদুরান্ত থেকে ভাসানীর ভক্ত-অনুসারীরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা ভালবাসা জানাতে ছুটে আসে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু করেন। এর পর ভাসানীর পরিবারবর্গের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে টাঙ্গাইল প্রেসক্লাব, আলেমা খাতুন ভাসানী হল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল, খোদাই খেদমতগার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ ভাসানী, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পাটি, কৃষক শ্রমিক জনতালীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিনের কর্মসুচির মধ্যে মাজার প্রাঙ্গনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা এছাড়াও জেলা বিএনপির ও কৃষক শ্রমিক জনতালীগ আলোচনা সভার আয়োজন রয়েছে।





(এমএনইউ/এস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test