E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বদলগাছীতে এসএসসির ফরমফিলাপে দ্বিগুন অর্থ আদায়ের অভিযোগ

২০১৬ নভেম্বর ১৭ ১৬:৪২:০৪
নওগাঁর বদলগাছীতে এসএসসির ফরমফিলাপে দ্বিগুন অর্থ আদায়ের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে অবস্থিত বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে বোর্ড নির্ধারিত ফির চেয়ে দ্বিগুন অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ফরম ফিলাপ শুরুর পূর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত দেন যে, ফরম ফিলাপের নামে যেন কোনরুপ অতিরিক্ত অর্থ আদায় করা না হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক সকল বিদ্যালয় বোর্ড নির্ধারিত ফি নিয়ে ছাত্র-ছাত্রীদের ফরম ফিলাপের ব্যবস্থা করলেও ব্যতিক্রম বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ। তাঁরা বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৭শ’ ৯৫ টাকার স্থলে ৩ হাজার ৭শ’ ৫০ টাকা করে আদায় করছেন।

এ বিষয়ে কয়েকজন অভিভাবক জানান, বোর্ড নির্ধারিত ফি এত কম এটা তাঁরা জানতেন না। শিক্ষকরা আমাদের বাচ্চাদের তিন হাজার সাতশ’ পঞ্চাশ টাকার কথা বলেছেন। আমরা তাই দিয়ে দিয়েছি।

এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিং সাংবাদিকদের জানান, আমরা ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল করার জন্য কোচিং করাব। এই জন্য শিক্ষকরা অতিরিক্ত টাকা নিয়েছে। শিক্ষকরা অতিরিক্ত শ্রম দিলে তারা টাকা ছাড়া শ্রম দিবেনা।

এব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াশিউর রহমান বলেন, আমি বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়েছি কিন্তু পরীক্ষার কারনে পাইলট উচ্চ বিদ্যালয়ের খোঁজ নিতে পারিনি। তবে খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহন করা হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত জানান, গৃহীত অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে।



(বিএম/এস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test