E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে সরকারি ওষুধ চুরি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন

২০১৬ নভেম্বর ১৯ ১৭:২০:৪০
ধামইরহাটে সরকারি ওষুধ চুরি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : সরকারি ওষুধ চুরি করে বিক্রি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম দুর্নীতির অভিযোগে র‌্যাবের হাতে আটক নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাজেদুর রহমানের অপসারণের দাবিতে শনিবার বেলা ১১টা মানববন্ধন করেছে স্থানীয়রা।

ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। ধামইরহাট উপজেলা সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন এ্যাডভোকেট আইয়ুব হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আদিবাসী নেতা ঈশ্বর মার্ডি, জমি জবর দখল ও হয়রানী শিকার ভুক্তভোগী কারী আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা র‌্যাবের হাতে আটক হাসপাতালের স্টোরকিপার রুহুল আমিন ও উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক ডা. মাজেদুর রহমানের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে সরকারী টাকা আতœসাৎ, দায়িত্ব পালনে অবহেলা, সরকারী কর্মকর্তাদের সঙ্গে দূর্ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি জবর দখলের চেষ্টাসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারণ দাবি করেন। মানববন্ধনে এলাকার নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।

উল্লেখ্য, গত ২ নবেম্বর রাতে সরকারী ওষুধ চুরি করে বিক্রি করার সময় স্থানীয় একটি বেসরকারী ক্লিনিক থেকে স্টোরকিপার রুহুল আমিনকে হাতে নাতে আটক করে র‌্যাব। এদিকে ডা. মাজেদুর রহমান গাংরা আলিম মাদ্রাসার জমির ধান জোর পূর্বক কাটতে গেলে জনরোষের শিকার হন এবং থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

(বিএম/এএস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test